Skip to content

দোয়া শুরু করার নিয়ম I Starting the prayer, doya

বিসমিল্লাহির রহমানির রহিম

দোয়া শুরু করার নিয়ম :

দু’আ ও মুনাজাত হামদ ও সালাতের মাধ্যমে শুরু করা সুন্নাত ।

 

যেমন এভাবেও শুরু করা যেতে পারে:

اَلْحَمْدُ لِلّهِ ربِّ الْعَالَمِيْنَ وَالصَّلَوةُ وَالسَّلامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِيْنَ.

উচ্চারণঃ আলহামদুলিল্লা হি রব্বিল আ-লামিন ওয়াসসলাতু ওয়াসসালামু আ’লা সায়্যিদিল মুরসালিন ।

অর্থঃ সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালীন প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর উপর।

(তিরমিযী হাদীসঃ ৩৪৮৬ )

১ ।  মুনাজাত

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

উচ্চারণঃ আল্লাহুম্মা আঈন্নী ‘আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ‘ইবা-দাতিক ।

অর্থঃ আয় আল্লাহ্‌, আমাকে সাহায্য করুন, যেন আমি আপনার জিকির করি, আপনার শোকর করি, এবং উত্তম রুপে আপনার এবাদত করি।

২।  মুনাজাত

اَللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ

উচ্চারণঃ আল্লা-হুম্মা আংতাস সালা-মু  ওয়া মিংকাস্ সালা-মু, তাবা-রক্তা ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম ।
অর্থঃ হে আল্লাহ্‌! আপনিই শান্তিদাতা এবং আপনার থেকেই কেবল শান্তি কামনা করি। হে আল্লাহ্‌! আপনি বরকতময়, মহিমাময় ও সম্মানিত।

৩ ।  মুনাজাত

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رِزْقًا طَيَّبًا , وَ عِلْمًا نَافِعًا , وَ عَمَلاً مُتَقَبَّلاً

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিযক্বন ত্বইয়িবান, ওয়া ইলমান নাফি’আ, ওয়া আমালান মুতাক্বব্বাল ।

অর্থঃ আয় আল্লাহ্‌ ! আমি আপনার নিকট পবিত্র রুজি, উপকারী এলেম ও কবুল আমলের তৌফিক চাই।

৪ ।  মুনাজাত

اَللّـهُـمَّ حَـاسِـبْـنِـىْ حِـسَـابًا يَّـسِـيْـرًا

উচ্চারণঃ আল্লাহুম্মা হাসিবনিই হিসা-বাই ইয়াসীর ।

অর্থঃ হে আল্লাহ! আমার হিসাবকে সহজ করে দিও।

দোয়া শেষ করার নিয়মঃ

দোয়া-মুনাজাত হামদ, সলাত এবং আমীনের মাধ্যমে শেষ করা সুন্নাত ।

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ. وَسَلامٌ عَلَى الْمُرْسَلِيْنَ. وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ- آمِيْنْ.

উচ্চারণঃ সুবহানা রব্বিকা রব্বিল ইযযাতি আম্মা ইয়াসিফুন; ওয়া সালামুন আলাল মুরসালিন ; ওয়াল হামদু লিল্লাহি রব্বিল আলামিন । আমিন ।

অর্থঃ আপনার প্রতিপালক যিনি সকল ক্ষমতার অধিকারী তিনি পবিত্র ঐ সকল কথা থেকে যা কাফিররা বলে থাকে এবং নবীদের প্রতি সালাম বর্ষিত হোক এবং সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ তা‘আলার জন্য ।