Skip to content

মাশওয়ারা কি I What is mashwara

বিসমিল্লাহির রহমানির রহিম

দাওয়াতে তাবলীগ ?

মাশওয়ারা কি ?

মাশওয়ারা আল্লাহর হুকুম, মাশওয়ারা নবীদের সুন্নত, সাহাবাদের মাপকাঠি ,মুমিনের সিফত, দ্বীনের জন্য মাশওয়ারা করা ওয়াজিব আর দুনিয়ার জন্য মাশওয়ারা করা  সুন্নাত ।

মাশওয়ারার উদ্দেশ্যঃ

সারা আলমের দ্বীনের তাকাজা সামনে রেখে সাথী ভাইদের রায় নিয়ে আগামী ২৪ ঘন্টার কাজের জন্য একটি সিদ্ধান্ত উপনীত হওয়ার চেষ্টা করা।অর্থাত্ সকল সাথীর দিলে দ্বীন জিন্দা করার ফিকির পয়দা করা।

 

মাশওয়ারার আদবঃ

১। গোলাকার হয়ে বসা।

২। অজু সহকারে বসা।

৩। নামাজের সুরুতে বসা।

৪। আমির নিযুক্ত করা।

৫। ডান দিক থেকে রায় দেওয়া।

৬। নিজের রায়কে আমানত মনে না করা।

৭। অপর ভাইয়ের রায় না কাটা।

৮। মাশওয়ারার আগে ও পরে মাশওয়ারার না করা।

৯। জিম্মাদারের রায়কে মেনে নেওয়া।

১০। নিজের রায়ে ফয়সালা না হলে বিরক্ত না হওয়া এবং নিজের রায়ে ফয়সালা হলে খুশি না হওয়া।

 

মাশওয়ারার বিষয়বস্তুঃ

মাশওয়ারার বিষয়বস্তু  তিনটিঃ

১) নিজে কিভাবে জ্ঞানী গুনি, কর্মঠ, কর্মী, ঈমান ওয়ালা, আমরওয়ালা মোখলেছীন দ্বীনের দ্বায়ী  বনতে পারি।

২) আমরা যেভাবে মহল্লা থেকে বের হয়ে এসেছি, কিভাবে এ মহল্লা থেকে নগদ জামাত বের করা যায় তার ফিকির করা এবং মহল্লার প্রতিটি বালক যেন নামাজী এবং মসজিদ মুখী হয়ে যায় সে জন্য ফিকির করা।

৩) মহল্লায়  যদি মসজিদ আবাদি পাঁচকাজ  মেহনত না থাকলে চালু করা, দুবল থাকেলে  জোরদার করা, জোরদার থাকলে এর থেকে ফায়দা নেয়া।

মাশওয়ারার লাভঃ

১। আল্লাহর হুকুম ও নবী (সা:)সুন্নত জিন্দা হয়।

২। জোড় মিলমহব্বত পয়দা হয়

৩। খায়ের ও বরকত হয়

৪। বেইজ্জ্বইত হইতে হয় না।

৫। আল্লাহ গায়েবী গজব উঠাইয়া নেন।

৬। অহীর বরকত হয়।

৭। উত্তম প্রতিদান পাওয়া যায়।

 

আলহামদুলিল্লাহ

Leave a Reply