সলাতে কাতার সোজা করা ?
আসসালামু আলাইকুম, নামাজ বা সলাতে কাতার সোজা করার ব্যাপারে বিভিন্ন হাদিসে এর গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। নামাজের মাঝে কাতার সোজা করার অর্থ হচ্ছে, সব মুসল্লি একজন আরেকজনের বরাবরই দাঁড়াবে, কেউ কারো থেকে আগ-পিছ হবে না। দুই মুসল্লির মাঝে কোনো খালি জায়গা থাকবে না। দুজনের মধ্যে কোনো দূরত্ব থাকবে না।
নিন্মে সহীহ হাদিসের আলোকে এর আলোচনা করা হল -
কাতারে কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মেলানো –
হাদিসের বাণী -
وَقَالَ النُّعْمَانُ بْنُ بَشِيرٍ رَأَيْتُ الرَّجُلَ مِنَّا يُلْزِقُ كَعْبَهُ بِكَعْبِ صَاحِبِهِ
নু’মান ইবন বশীর (রাঃ) বলেন, আমাদের কাউকে দেখছি পার্শ্ববর্তী ব্যক্তির টাখনুর সাথে টাখনু মিলাতে।
আমর ইবনু খালিদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পেছনের দিক থেকেও তোমাদের দেখতে পাই। [আনাস (রাঃ) বলেন] আমাদের প্রত্যেকেই তার পাশ্ববর্তী ব্যাক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম।
( বুখারী সহীহ হাদিস - ৬৮৯ ই ফা বা /৭২৫ আন্তঃ, আবু দাঊদ সহীহ হাদিস - ৬৬৬ ই ফা বা, মুসলিম সহীহ হাদিস – ৮৫৪ ই ফা বা / ৪৩১ আন্তঃ , ৮৫৯ ই ফা বা / ৪৩৩ আন্তঃ )
সলাতে কাতার সোজা করার পর ইকামত দিতে হয় -
সলাতের নিয়ত করা –
নিয়ত হচ্ছে একটি আরবী শব্দ। যার অর্থ হল মনস্থ, এরাদা, ইচ্ছা বা সংকল্প করা । আর ইচ্ছার স্থান হচ্ছে অন্তর। তা মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই।
( ফতহুল বারী- ১/১৭ )
প্রত্যেক ব্যক্তি তার কর্মের সফলতা পায় তার নিয়তের উপরে , সে যেমন নিয়ত করবে আল্লাহ-তায়ালার কাছে সে সে অনুযায়ী ফলাফল পাবে ।
আল্লাহ তাআলা বলেন-
قُلۡ اِنۡ تُخۡفُوۡا مَا فِیۡ صُدُوۡرِکُمۡ اَوۡ تُبۡدُوۡهُ یَعۡلَمۡهُ اللّٰهُ ؕ وَ یَعۡلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الۡاَرۡضِ ؕ وَ اللّٰهُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ
অর্থ - বল, ‘তোমরা যদি তোমাদের অন্তরসমূহে যা আছে তা গোপন কর অথবা প্রকাশ কর, আল্লাহ তা জানেন। আর আসমানসমূহে যা কিছু আছে ও যমীনে যা আছে, তাও তিনি জানেন। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান’।
( সূরা আল ইমরান - ২৯ )
হাদিসের বাণী -
হুমায়দী (রহঃ) ... আলকামা ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহঃ) থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বরের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে- সেই উদ্দেশ্যেই হবে তার হিজরতের প্রাপ্য।
( বুখারী সহীহ হাদিস - ১ ই ফা বা, মুসলিম সহীহ হাদিস - ৪৭৭৪ ই ফা বা/ ৪৮২১ হা এ /১৯০৭ আন্তঃ, নাসাঈ সহীহ হাদিস - ৭৫ ই ফা বা , ইব্নে মাজাহ সহীহ হাদিস - ৪২২৭ ই ফা বা , তিরমিজী সহীহ হাদিস - ১৬৪৭ ই ফা বা, আবু দাঊদ সহীহ হাদিস - ২২০১ তাহহিককৃত )
Related Links / সম্পর্কিত লিংক -
১। নামাজ আদায়ের পদ্ধতি বিস্তারিত।
নামাজের অধ্যায়ের সূচিপত্র/Table of Contents of Prayers ..............
দ্বীনি কাজের স্বার্থে আমরা সবাই এই পোষ্টটি বেশি করে শেয়ার করব ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ , আল্লাহতায়ালা আমাদের সবাইকে যেন সহীহ হাদিস অনুসারে নামাজ আদায় করার তৌফিক দান করেন ।
আমিন
দ্বীনি কাজের স্বার্থে আমরা এই পোষ্টটি বেশি করে শেয়ার করব ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ , আল্লাহতায়ালা আমাদের সকলকে যেন সহীহ ভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন আমিন।