Table of Contents
Toggleইসলামের কালেমা গুলো কি কি ?
ঈমান ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না এবং নিজেকে মুসলমান দাবি করতে পারে ন। ভিন্ন ধর্মাবলম্বী ও মুসলমানদের মাঝে পার্থক্য তৈরি করে ঈমান। মুসলমানরা বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তায়ালার ওপর ঈমান ও বিশ্বাস রাখে অন্যরা রাখে না। তারা অন্য কিছুকে রব হিসেবে মানে ও বিশ্বাস করে।
ঈমান একজন মুসলমানের জীবনের মূল্যবান সম্পদ। ঈমান ছাড়া আল্লাহর দরবারে মুক্তি মিলবে না। ঈমানের স্বীকারোক্তির মাধ্যম হলো কালিমা। কালিমা অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং বাহ্যিক আমল করার মাধ্যমে ঈমান পূর্ণ হয়। ঈমানদার ব্যক্তি সফল হয় দুনিয়া ও আখিরাতে।
সন্দেহ নেই তাওহীদের কালেমার রয়েছে মহান ফযীলত, অনেক মর্যাদা ও বিশেষ বৈশিষ্ট্য, যা কারো পক্ষেই অনুসন্ধান করে শেষ করা সম্ভব নয়। কারণ, এ কালেমা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মহান। এ কালেমার জন্যই মখলুক সৃষ্টি, রাসূলদের প্রেরণ ও কিতাব নাযিল করা। এ কালেমার জন্য মানুষ কাফির ও মুমিন দু’ভাগে বিভক্ত, কেউ সৌভাগ্যবান জান্নাতি, কেউ হতভাগা জাহান্নামি। এটাই মজবুত রশি ও তাকওয়ার কালেমা, দীনের মহান রুকন ও ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। এ কালেমার দ্বারা জান্নাত লাভ হয় ও জাহান্নাম থেকে মুক্তি মিলে। এ কালেমা জান্নাতের চাবি, দীনের মূল শিক্ষা, মৌলিক স্তম্ভ ও প্রধান শিরোনাম। এ কালেমার ফযীলত ও মর্যাদা যেভাবে মূল্যায়ন করা হোক, জ্ঞানীরা তা থেকে যত জ্ঞান আহরণ করুক, কারো পক্ষেই তা পূর্ণরূপে আয়ত্ত করা সম্ভব নয়।
কালেমা তায়্যিবা:
কোরআন-হাদিসে কালেমা তাইয়্যেবার প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে। কালেমা তাইয়্যেবার দুটি অংশ। প্রথম অংশটি ‘আল্লাহ ছাড়া কোন (সত্য) ইলাহ নেই’ সূরা সাফফাতের ৩৫ নম্বর আয়াতে এবং দ্বিতীয় অংশ ‘মুহাম্মদ আল্লাহর রাসূল’ সূরা ফাতহের ২৯ নম্বর আয়াতে বিদ্যমান।
আল্লাহ তা‘আলা বলেন:
অর্থঃ “আল্লাহ সাক্ষ্য দেন যে, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই, আর ফেরেশতা ও জ্ঞানীগণও। তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।”
সূরা আল-ইমরান আয়াত: ১৮
আল্লাহতায়ালা অন্য আরেকটি আয়াতে বলেনঃ
অর্থঃ “আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে, ‘আমি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই; সুতরাং তোমরা আমার ইবাদাত কর।’”
সূরা আল-আম্বিয়া আয়াত: ২৫
আল্লাহতায়ালা অন্য আরেকটি আয়াতে বলেনঃ
অর্থঃ ” তিনি ফেরেশতাদের আপন নির্দেশে ওহী* দিয়ে নাযিল করেন তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি; যেন তোমরা সতর্ক কর যে, আমি ছাড়া কোন ইলাহ নেই। অতএব, তোমরা আমাকে ভয় কর। “
সূরা আল-নাহল আয়াত: ২
Update Running .......
Share this:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- More
- Click to print (Opens in new window) Print
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Telegram (Opens in new window) Telegram
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pocket (Opens in new window) Pocket
